ফেনী প্রতিনিধি :
নিজ নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন ফেনী -২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
নতুন বছরের প্রথমদিন বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে দুপুরে ফেনীতে পৌঁছান । বেলা দেড়টায় জেলা পুলিশ সুপারের সাথে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এরপর বিকেলে নিজ দলের নেতাকর্মীদের সাথে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কিত এক কর্মশালায় অংশ নেন । সন্ধ্যা ৬টায় এনসিপির জেলা নেতৃবৃন্দের সাথে স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত চা-চক্রে অংশ নেন মঞ্জু। রাত ৮ টায় ফেনীতে কর্মরত টিভি সাংবাদিকদের সংগঠন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাথে নির্বাচনী পরিবেশ ও জোট বিষয়ক এক মতবিনিময়ে অংশ নেন । রাত ১১ টায় নিরাপদ সড়ক চাই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের সাথে নিজ বাড়িতে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও আগামীর রাজনীতি বিষয়ে দিনের শেষ কর্মসূচীতে বক্তব্য রাখেন মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার সকালে ধলিয়া ইউনিয়নে শিকড়ের সন্ধানে নামক মানবিক সংগঠন আয়োজিত স্বাস্থ্য সেবা ক্যাম্প নিজের প্রেসার চেক করার মধ্য দিয়ে উদ্বোধন করেন । সেখানে রোগি, ডাক্তার এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে মজিবুর রহমান মঞ্জু দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে কথা বলেন। বেলা ১১ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে জুলাই শহীদ শিহাবের কবর জেয়ারত করেন । এরপর ফেনী বড় মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় করেন মঞ্জু। সেখানে ফেনী জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে যোগ দেন এবং মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। বিকেলে ফাজিলপুরে জুলাই শহীদ সাইদুল ইসলাম শাহির কবর জেয়ারত করেন এবং শহীদ পরিবারের সাথে কিছু সময় অতিবাহিত করেন। সন্ধ্যার পর মঞ্জু ফাজিলপুর বাজারে ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকদের সাথে সাক্ষাৎ করেন। এরপর জেলা জামায়াতে ইসলামীর অফিসে জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানের সাথে এক বৈঠকে মিলিত হন মজিবুর রহমান মঞ্জু। এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার পর বিকালে ফেনী জেলা টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাথে মতবিনিময় করেন ।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার