Saturday, January 3rd, 2026, 8:33 pm

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইরাকস্থ বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার দোয়া মাহফিল

 

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ইরাকের বাগদাদে ইরাকস্থ বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি খোরশেদ আলম মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ইয়াছিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রবাসী হাফেজ মাওলানা কবির।

দোয়া মাহফিলে প্রবাসীদের মাঝে আরও উপস্থিত ছিলেন, সাব্বির খান, উজ্জল হোসেন বিশাল, মো. সোহেল রানা, ইরাক আলী, মনির, জোবায়ের, রুবেল, মাসুদ, জাকির, নূরুল্লাহ, মিন্টু, আব্দুল কুদ্দুস, হেলাল, মুকুল মিজান ও জয়দাস।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে তার জান্নাত নছিব করার জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, আধিপত্যবাদী বিরোধী আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশ, জাতি ও গণতন্ত্র বিকাশে অনন্য অবদান রেখে গেছেন। দেশবাসী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বদেশপ্রেম ও জাতির স্বার্থ রক্ষায় অবিস্মরণীয় অবদানকে চিরকাল স্মরণ রাখবেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম নছিব করুন।

এনএনবাংলা/