Sunday, January 4th, 2026, 9:09 pm

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির

 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপাতত ভারতে যাচ্ছে না বাংলাদেশ। টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ড।

রোববার জরুরি বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। এর আগে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হবে। কিছুক্ষণ পরই সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি।

ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপের মুখে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে হওয়াকে কেন্দ্র করেই পরিস্থিতির সূত্রপাত। এতে ভারতে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সংশ্লিষ্ট সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড।

বিসিবি আরও জানায়, চলমান পরিস্থিতি, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা শঙ্কা এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বর্তমান অবস্থায় জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে সফর করবে না।

এই সিদ্ধান্তের আলোকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে বাংলাদেশের সবগুলো ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়।

বিজ্ঞপ্তির শেষাংশে বিসিবি উল্লেখ করে, খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, বোর্ড কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা এবং দল যেন নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশ নিতে পারে—সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইসিসির দ্রুত ও ইতিবাচক প্রতিক্রিয়ার প্রত্যাশায় রয়েছে বোর্ড।

এনএনবাংলা/পিএইচ