অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফোনালাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।
রোববার (৪ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই নেতা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। উদ্ভূত পরিস্থিতিতে পারস্পরিক ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে তারা একমত হন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডল সূত্রে আরও জানা গেছে, একই দিনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও টেলিফোনে কথা বলেন ইসহাক দার।
এদিকে ইয়েমেনের ভবিষ্যৎ এবং একটি স্বাধীন দক্ষিণাঞ্চলীয় রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সৌদি আরব অভিযোগ করেছে, সংযুক্ত আরব আমিরাত তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে রিয়াদে আলোচনায় বসেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
সৌদি আরবে অনুষ্ঠিত এই আলোচনাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ইয়েমেনিদের আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান ইয়েমেনের ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান
কলকাতার অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের
যেসব জেলায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে