Monday, January 5th, 2026, 4:37 pm

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন মাদুরো ঘনিষ্ঠ রদ্রিগেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নেবেন ডেলসি রদ্রিগেজ। ফাইল ছবি: এএফপি

 

ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় সোমবার জাতীয় পরিষদে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট তাঁকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেয়।

শপথের কয়েক ঘণ্টা আগেই রদ্রিগেজকে সতর্কবার্তা দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রদ্রিগেজ যদি ‘সঠিক সিদ্ধান্ত’ না নেন, তাহলে তাঁকে বড় মূল্য দিতে হতে পারে।

মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রদ্রিগেজ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে নিকোলাস মাদুরোর চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারেন। একই সাক্ষাৎকারে ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, শাসন পরিবর্তন বা অন্য যাই বলা হোক না কেন, দেশটির বর্তমান পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো।

তবে ট্রাম্পের বক্তব্যে ‘সঠিকভাবে কাজ করা’ বলতে কী বোঝানো হয়েছে, তা পরিষ্কার নয়। এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করে অবকাঠামো উন্নয়ন করবে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে লাভবান হবে।

কে এই ডেলসি রদ্রিগেজ

ডেলসি রদ্রিগেজ দীর্ঘদিন ধরে নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। পেশায় আইনজীবী ও কূটনীতিক রদ্রিগেজ মাদুরোর শাসনামলে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।

৫৬ বছর বয়সী রদ্রিগেজ এর আগে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। শনিবার ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রদ্রিগেজের সঙ্গে ফোনে কথা বলেছেন। সে সময় রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এই দাবি রদ্রিগেজের পূর্ববর্তী প্রকাশ্য বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে তিনি স্পষ্ট করে বলেছিলেন, ভেনেজুয়েলা কখনোই কোনো সাম্রাজ্যের উপনিবেশে পরিণত হবে না। যদিও রোববার অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে তুলনামূলকভাবে নরম সুরে কথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানান রদ্রিগেজ।

এনএনবাংলা/পিএইচ