দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার জন্য অত্যাবশ্যক’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প গ্রিনল্যান্ডকে একটি ‘অত্যন্ত কৌশলগত অঞ্চল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, অঞ্চলটি বর্তমানে রাশিয়ান ও চীনা জাহাজে বেষ্টিত। তার মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো ‘পদক্ষেপ’ নেওয়া হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন, যদিও ডেনমার্ক বিষয়টি সমর্থন করবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও যুক্তি দেন, গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে তা বৃহত্তর পশ্চিমা স্বার্থ ও নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। ট্রাম্পের ভাষায়, নিরাপত্তার কারণে ‘আমাদের এটি থাকা প্রয়োজন’।
উল্লেখ্য, গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এর আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব হস্তান্তরের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ।
এনএনবাংলা/

আরও পড়ুন
গ্রিনল্যান্ড কখনও যুক্তরাষ্ট্রের নয়: ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপীয় নেতারা
দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে নীতিমালা ও নৈতিক শিক্ষার আহ্বান
জমি দখল করে বিএনপি নেতার কলেজ, প্রতিবাদ করায় এলাকাছাড়া স্কুলশিক্ষক