হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা ছিলেন আপসহীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তিনি ছিলেন নেতৃত্বের প্রতীক, যিনি ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে আজীবন অবিচল ছিলেন। ছিলেন গ্রাম-শহরের মানূষের আস্থার ঠিকানা ও নির্ভরতার নাম।
আজ সোমবার দুপুরে হালুয়াঘাট পৌরশহরে ডিএস আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলায় নাগরিক শোক মিছিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার জুলুম, কারাবরণ, নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছেন। চরম অসুস্থতা সত্ত্বেও তিনি কখনো জনগণের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। তার রাজনীতি ছিল সাধারণ মানুষের জন্য, দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার জন্য নিবেদিত।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এমরান সালেহ প্রিন্স বলেন,“আজ যখন বাংলাদেশ গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচনের দিকে এগিয়ে চলেছে, তখন দেশনেত্রী খালেদা জিয়ার শূন্যতা আরও গভীরভাবে অনুভূত হচ্ছে। তাঁর যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নের্তৃত্বে নির্বাচনী যুদ্ধে জগনের মন জয় করে বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমাদের শিখিয়ে গেছেন কঠিন ও সংকটের সময়েও ভয় নয়, সাহসই হবে রাজনীতির মূল শক্তি। তিনি গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী রাজনীতির পাঠশালায় পরিণত হয়েছিলেন।
প্রিন্স দৃঢ় কণ্ঠে বলেন, দেশনেত্রীর আদর্শ ধারণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়া এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক নতুন রাষ্ট্র গঠনের নিশানা স্থির রাখবে।
হালুয়াঘাট বিআরডিবির সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, উপজেলা জামায়াতে ইসলমীর আমীর মোয়াজ্জেম হোসেন মাষ্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, জমিয়তে উলামায়ে ইসলামের মওলানা আমিনুল ইসলাম, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহম্মদ, আমদানীকারক রফতানীকারক সমিতির মহাসচিব অধ্যাপক অশোক কুমার সরকার, আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা স্নিগ্ধা হালদার প্রমুখ।
শোক সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশ ও জাতির জন্য শান্তি, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার প্রার্থনা করা হয়।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার