Monday, January 5th, 2026, 7:33 pm

ইএএসডির জরিপ: নির্বাচনে বিএনপিকে ভোট দিতে আগ্রহী ৭০ শতাংশ ভোটার

 

২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৭০ শতাংশ ভোটার। এর বিপরীতে ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। নতুন দল এনসিপি পেয়েছে ২ দশমিক ৬ শতাংশ সমর্থন। অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির জনসমর্থন ১ দশমিক ৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার মাত্র ০ দশমিক ১ শতাংশ।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোট দেওয়ার অভিপ্রায় নিয়ে করা এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে।

সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের সেমিনার হলে জাতীয় নির্বাচনকে সামনে রেখে করা এই জনমত জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপটি পরিচালনা করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)।

সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. শামীম হায়দার তালুকদার জরিপের ফলাফল উপস্থাপন করেন।

জাতীয় পর্যায়ের এই জরিপে দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে মোট ২০,৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়।

জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৭১ শতাংশ বিএনপিকে সমর্থন করছেন, যা দলটির প্রতি নারী ভোটারদের আস্থার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

আঞ্চলিক বিশ্লেষণেও বিএনপির শক্ত অবস্থান স্পষ্টভাবে উঠে এসেছে। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দলটির প্রতি ৭৪ শতাংশ ভোটারের সমর্থন পাওয়া গেছে।

তবে বরিশাল ও খুলনা বিভাগে জামায়াতে ইসলামীর শক্তিশালী অবস্থান লক্ষ্য করা গেছে। বরিশালে দলটির সমর্থন ২৯ শতাংশ এবং খুলনায় ২৫ শতাংশ।

অন্যদিকে উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে জাতীয় পার্টি তুলনামূলকভাবে বেশি সমর্থন পেয়েছে। সেখানে দলটির পক্ষে মত দিয়েছেন ৫ দশমিক ২ শতাংশ ভোটার।

বিএনপি সরকার গঠন করবে—এমন বিশ্বাস ৭৭ শতাংশের

জরিপ অনুযায়ী, ৭৭ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, আগামী জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। একই সঙ্গে ৭৪ শতাংশ ভোটার মনে করেন, তাঁদের নিজ নিজ আসনে বিএনপি প্রার্থী জয়লাভ করবেন।

এদিকে, জরিপে আওয়ামী লীগের সাবেক ভোটারদের বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বিশ্লেষণে দেখা যায়, পূর্বে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ এখন পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন।

এদের মধ্যে ৬০ শতাংশ আসন্ন ২০২৬ সালের নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, ২৫ শতাংশ জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন, এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

এনএনবাংলা/