সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় টানা ৭ দিন সারিয়াকান্দিতে কোরআন খতম এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ জানুয়ারি) পর্যন্ত পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির কার্যালয়ে শেষ সপ্তম দিনে কোরআন খতম এবং দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও পৌর এলাকায় সকল মাদ্রাসা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সারিয়াকান্দি পৌর বিএনপির কার্যালয়ে কালো পতাকা ও দলীয় উত্তোলন করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা কালো ব্যাজ ধারণ করছেন। টানা ৭ দিন জামিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতম ও দোয়া মোনাজাত করেন- হাফেজ মাও: মোঃ আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি,সহ-সভাপতি তারাজুল ইসলাম,জহুরুল ইসলাম নেদো,পৌর বিএনপির উপদেষ্টা বেলাল প্রামানিক, সদস্য আব্দুল কুদ্দুস প্রামানিক, ২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইমাম আলী,৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সমাদুল ইসলাম, পৌর মৎস্যজীবিদল সভাপতি কাঞ্চন প্রামানিক, সাধারণ সম্পাদক ঘেরু,পৌর তাতীদলের সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

আরও পড়ুন
জমি দখল করে বিএনপি নেতার কলেজ, প্রতিবাদ করায় এলাকাছাড়া স্কুলশিক্ষক
মুরাদনগরে পিআইও জহিরুলের মিশন ২০% ঘুস ছাড়া ছাড় হয় না বিল
কালকিনিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া-মোনাজাত!