মাত্র ১৮ দিনের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে জেমস ক্যামেরনের বহুল আলোচিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। মুক্তির পর থেকে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১.০৮৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকা।
ছবিটির মোট আয়ের মধ্যে—উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে ৩০৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৬ হাজার ৭২০ কোটি টাকা। আন্তর্জাতিক বাজার থেকে আয় হয়েছে ৭৭৭.১ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৯৩ হাজার ২৫০ কোটি টাকা। বিনোদন বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম ভ্যারাইটি এই তথ্য প্রকাশ করেছে।
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় কিস্তি হিসেবে ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিলিয়ন ডলার ক্লাবে ঢুকতে সময় নিয়েছে তুলনামূলক একটু বেশি।
উল্লেখ্য, প্রথম ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ২.৯ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৪৮ হাজার কোটি টাকা) এবং দ্বিতীয় কিস্তির আয় ছিল ২.৩ বিলিয়ন ডলার—প্রায় ২ লাখ ৭৬ হাজার কোটি টাকা।
‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ কি ২ বিলিয়ন ডলারের ঘরও ছুঁতে পারবে—সে প্রশ্নের উত্তর এখনো খোলা। সেই লক্ষ্য পূরণে আন্তর্জাতিক বাজারই হবে মূল ভরসা। কারণ, আগের দুই ছবির বিপুল সাফল্য এসেছে মূলত বিদেশি বাজার থেকে। প্রথম ‘অ্যাভাটার’ আন্তর্জাতিক বাজার থেকেই আয় করেছিল ২.১ বিলিয়ন ডলার (প্রায় ২ লাখ ৫২ হাজার কোটি টাকা), আর ‘দ্য ওয়ে অব ওয়াটার’ আয় করেছিল ১.৬৫ বিলিয়ন ডলার—প্রায় ১ লাখ ৯৮ হাজার কোটি টাকা।
![]()
‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ কি ২ বিলিয়ন ডলারের ঘরও ছুঁতে পারবে—এই প্রশ্নের উত্তর এখনো খোলা। সেই লক্ষ্য পূরণে আন্তর্জাতিক বাজারই হবে মূল ভরসা। কারণ, আগের দুই ছবির বিপুল সাফল্য এসেছে মূলত বিদেশি বাজার থেকেই।
ডিজনির জন্য স্মরণীয় ২০২৫
ডিজনির জন্যও ২০২৫ সালটি বক্স অফিসে স্মরণীয় হয়ে উঠেছে। ‘লিলো অ্যান্ড স্টিচ’ ও ‘জুটোপিয়া ২’-এর পর এটি ডিজনির তৃতীয় ছবি, যা এ বছর ১ বিলিয়ন ডলার আয় ছাড়িয়েছে। সব মিলিয়ে চলতি বছরে ডিজনির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৬.৫৮ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা—যা কোভিড-পরবর্তী সময়ে প্রথম।
গল্প ও নির্মাতার রেকর্ড
‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবিতে দেখা যায়—জেক সুলি (স্যাম ওর্থিংটন), নেইতিরি (জো সালদানিয়া) ও তাঁদের পরিবারকে এক নতুন, আগুনঘেরা শত্রুর মুখোমুখি হতে।
এই ছবির মাধ্যমে জেমস ক্যামেরনের পরিচালিত চতুর্থ ছবি হিসেবে বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করল ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’। ইতিহাসের একমাত্র নির্মাতা হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে তিনটি ২ বিলিয়ন ডলারের ব্লকবাস্টার।
এনএনবাংলা/

আরও পড়ুন
হঠাৎ দেখা দিলেন নব্বই দশকের মডেল রিয়া
মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে খেলবেন শমিত–হামজারা
শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা