ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রথমবারের মতো নিউইয়র্কের ফেডারেল আদালতে হাজির হচ্ছেন। তাকে বহনকারী হেলিকপ্টার কিছুক্ষণ আগে আদালতের নিকটবর্তী হেলিপোর্টে অবতরণ করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি প্রকাশিত ফুটেজে দেখা গেছে, হাতকড়া পরা মাদুরো বাদামি পোশাক এবং উজ্জ্বল কমলা জুতা পরে ছিলেন। অবতরণের পর তাকে বিশেষ পাহারায় ভ্যানে তুলে আদালতে নেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস।
গত শনিবার ভেনেজুয়েলায় একটি হামলার মাধ্যমে মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার দুপুরের দিকে ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে হাজির করা হতে পারে।
আটকের পর মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিবি)-তে রাখা হয়েছিল। আজ সেখান থেকে তাঁকে আদালতে নেওয়া হচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইরানে বিক্ষোভে-সহিংসতায় আরও ২ নিহত, ২৫ প্রদেশে ছড়িয়েছে প্রতিবাদ
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
দেশে কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি