Tuesday, January 6th, 2026, 2:19 pm

এলপিজির দাম বাড়াতে ব্যবসায়ীদের কারসাজি, মোবাইল কোর্ট নামানোর নির্দেশ

 

খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই এলপিজি গ্যাসের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি এলপিজির দাম সামান্য বাড়িয়েছে। তবে এই মূল্যবৃদ্ধির সম্ভাবনাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, যার ফলে বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যায়।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। তার ভাষ্য অনুযায়ী, দেশের সব জেলায় এলপিজির দাম তদারকির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালাবে।

তিনি আরও বলেন, সোমবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভাতেও এলপিজির দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাস্তব দিক থেকে এলপিজির দাম হঠাৎ বেড়ে যাওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এই মূল্যবৃদ্ধি পুরোপুরি কারসাজির ফল।

কারা এই কারসাজির সঙ্গে জড়িত—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানান, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সম্মিলিতভাবেই এই অনিয়মে জড়িত। সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এনএনবাংলা/পিএইচ