জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের আইনি সুরক্ষা নিশ্চিত করতে নীতিগতভাবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানকালে সংঘটিত কর্মকাণ্ডের জন্য ‘জুলাইযোদ্ধা’দের দায়মুক্তি দিতে নতুন একটি অধ্যাদেশ জারির প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
সোমবার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন মন্ত্রণালয়কে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশের খসড়া প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে যেভাবে মুক্তিযোদ্ধাদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি দেওয়া হয়েছিল, একই নীতির আলোকে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানের সময়কার কর্মকাণ্ডের ক্ষেত্রেও অনুরূপ সুরক্ষা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি জুলাইযোদ্ধা পরিচয়ে তাহরিমা জান্নাত সুরভী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহদী হাসান গ্রেপ্তার হওয়ার পর দায়মুক্তির দাবি আরও জোরালো হয়ে ওঠে। এর আগে ৪ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দায়মুক্তি অধ্যাদেশ জারির দাবিতে তিন দফা দাবি উত্থাপন করা হয়েছিল। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি পর্যালোচনার সিদ্ধান্ত নেয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করা হয়েছে। তিনি বলেন, বুধবারই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়কালেই হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’
আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা ও সম্ভাব্য অনুপ্রবেশের ঝুঁকি মোকাবিলায় কঠোর নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে জানানো হয়, কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর
বিএনপির ‘বিদ্রোহীরা’ প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা: নজরুল ইসলাম খান