মালদ্বীপ ফুটবল সংস্থার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী জুনে চার জাতি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে মালদ্বীপ ফুটবল ফেডারেশন। শ্রীলঙ্কা ও নেপালের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশও।
আমন্ত্রণের চিঠি পেলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে টুর্নামেন্টে খেলার বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে টুর্নামেন্টটি ফিফা উইন্ডোর মধ্যে হওয়ায় বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনাই বেশি।
১ থেকে ৯ জুন পর্যন্ত রয়েছে ফিফা উইন্ডো। এই সময় জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য থাকে ক্লাবগুলো। ফলে ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকেও পাওয়া যেতে পারে। সেই সঙ্গে জাতীয় দলের নিয়মিত মুখ শমিত সোমসহ সেরা স্কোয়াড নিয়েই মালদ্বীপে খেলতে পারবে বাংলাদেশ।
১১ জুন থেকে শুরু হবে ৪৮ দলের অংশগ্রহণে ফুটবল বিশ্বকাপ। তার আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হিসেবে মালদ্বীপের এই চার জাতি টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা উইন্ডোর মধ্যেই টুর্নামেন্টটি আয়োজন করতে চায়।
১৯৫০ সালে মালদ্বীপ ফুটবলের স্বতন্ত্র গভর্নিং বডি গঠনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে বিশেষ ফুটবল উৎসবের আয়োজন করা হয়। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। উল্লেখ্য, মালদ্বীপ ফুটবল সংস্থার ৫০ বছর পূর্তির টুর্নামেন্টেও অংশ নিয়েছিল বাংলাদেশ।
এদিকে এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। অ্যাওয়ে ম্যাচ সম্ভব না হলে প্রয়োজনে ঘরের মাঠেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার।
এনএনবাংলা/

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর