Tuesday, January 6th, 2026, 6:26 pm

গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তাকারী এনজিও সমূহের প্রতিনিধিদের সাথে শীর্ষক মতবিনিময় সভা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও গারিগরি সহযোগীতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত বাংলদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্প এর আওতায় ও রংপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিও সমূহের প্রতিনিধিদের সাথে গ্রাম আদালত ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভা সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এনামুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালতকে জনবান্ধব করার লক্ষে সাধারন মানুষকে এ বিষয়ে জানানোর পরামর্শ প্রদান করেন। স্থানীয় সরকার রংপুরের উপপরিচালক মেহেদী হাসান সভাপতির বক্তব্যে বলেন, গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য জনমানুষকে সচেতন করতে হবে এবং সকলের সহযোগীতার প্রয়োজন। সঠিকভাবে গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে সাধারন মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি গত এক বছরের গ্রাম আদালতের তুলনামুলক কেস ডাটা ও বিভিন্ন অর্জন সমুহ প্রেজেন্টেশনে তুলে ধরেন। লিগ্যাল এ্যানালিস্ট মসিউর রহমান চৌধুরী গ্রাম আদালত আইন বিষয়ে সেশন পরিচালনা করেন এবং প্রশ্নত্তোর পর্ব পরিচালন করেন।

কর্মশালায় উপস্থিত থেকে প্রয়োজনিয় পরামর্শ প্রদান করেন রংপুর সমাজসেবার উপপরিচালক। সোমবার (৫ জানুয়ারী) অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন মাসুদ রানা জেলা ম্যানেজার গ্রাম আদালত সক্রিয়রণ (৩য়) পর্যায় প্রকল্প, ইএসডিও, রংপুর। মতবিনিময় সভায় আইন সহায়তা প্রদানকারী এনজিও সমূহের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।