Tuesday, January 6th, 2026, 7:12 pm

নিউ ইস্কাটনে গণসংহতি আন্দোলন হাতিরঝিল থানার প্রতিনিধি সভা সম্পন্ন

 

সম্প্রতি  রাজধানীর নিউ ইস্কাটনে গণসংহতি আন্দোলন-এর উদ্যোগে হাতিরঝিল থানার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর-এর সদস্য সচিব মাহবুব রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

প্রতিনিধি সভায় সংগঠন নির্মাণ ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সৈকত আরিফ। তিনি বলেন, গণমানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে শক্তিশালী ও জনগণের অংশগ্রহণভিত্তিক রাজনৈতিক সংগঠন গড়ে তোলা সময়ের দাবি।

সভা শেষে প্রতিনিধিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে হাতিরঝিল থানার ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটি অনুমোদন দেওয়া হয়। সাংগঠনিক দিকনির্দেশনা প্রদানকালে মাহবুব রতন বলেন, গণমানুষের স্বার্থ রক্ষায় একটি কার্যকর বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে নতুন নেতৃত্বকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিনিধি সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।