Tuesday, January 6th, 2026, 7:15 pm

হঠাৎ দেখা দিলেন নব্বই দশকের মডেল রিয়া

 

নব্বই দশকের জনপ্রিয় মডেল ফারজানা রিয়া চৌধুরী আবারও ঢাকায় এসেছেন। দীর্ঘদিন ধরে দেশ ও বিনোদন অঙ্গনের বাইরে থাকা মিডিয়ার এই প্রিয়মুখ সম্প্রতি স্বল্প সময়ের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। বর্তমানে তিনি স্বামী ও সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে পৌঁছান রিয়া। দেশে ফেরার আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন। ঢাকায় অবস্থানকালে গত সোমবার সন্ধ্যায় সোবহানবাগের একটি রেস্টুরেন্টে ঘনিষ্ঠজনদের নিয়ে একটি আড্ডায় অংশ নেন তিনি।

এই আড্ডায় রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন পারসোনার কর্ণধার ও রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার ঢাকায় আগমন উপলক্ষে এই আড্ডার আয়োজন করা হয় বলে জানান বিপ্লব সাহা।

তিনি আরও জানান, আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিয়া। বর্তমানে বিনোদন জগতের সঙ্গে তাঁর কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

প্রসঙ্গত, নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা রিয়া চৌধুরী। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি’—এই জিঙ্গেলের বিজ্ঞাপন তাঁকে রাতারাতি পরিচিত করে তোলে। পরবর্তীতে টেলিভিশন নাটকে অভিনয় করলেও বিয়ের পর ধীরে ধীরে শোবিজ অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন এই তারকা মডেল।

এনএনবাংলা/