ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে দায়িত্ব পাওয়ার পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগে গুরুত্ব দিচ্ছেন তিনি।
এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বনানী থানার বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা।
মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনের ভোটারদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা, নির্বাচনী প্রস্তুতি এবং সার্বিক রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়। এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গণমাধ্যমকে জানান, নির্বাচনকে সামনে রেখে এটি ধারাবাহিক বৈঠকের একটি অংশ। তিনি বলেন, “তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটারদের কী কী সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করছেন এবং এসব বিষয়ে ভোটারদের কাছে সুস্পষ্ট অঙ্গীকার তুলে ধরবেন।”
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর