আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম খান বলেন, “ইইউ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসন্ন নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে স্পষ্ট আগ্রহ প্রকাশ করা হয়েছে। জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেননি, তারা অধীর আগ্রহে নির্বাচনে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছেন।”
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল নির্বাচন প্রক্রিয়া, বিএনপির নির্বাচনী ভূমিকা এবং দেশের উন্নয়ন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়াও, বিএনপির পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে যাওয়ায় ধন্যবাদ জানানো হয়েছে।
নজরুল ইসলাম খান আশাবাদ ব্যক্ত করেন, “ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উন্নয়নে আরও সক্রিয় সহযোগিতা প্রদান করবে।”
বিএনপি নিশ্চিত করেছে, তারা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং নির্বাচনের জন্য সকল প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক