যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ও কঠোর শর্ত আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ভিসা বন্ড নীতির আওতায় এখন থেকে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কেবল তিনটি নির্ধারিত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে।
এই তিনটি বিমানবন্দর হলো— বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
নির্ধারিত এই বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা দেশত্যাগ করলে তা ভিসা বন্ডের শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হতে পারে। এর ফলে ভিসা বন্ড ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর একটি হালনাগাদ তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশসহ আরও ২৫টি দেশকে নতুন করে যুক্ত করা হয়। এর ফলে ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩৮টিতে।
এর আগে এক সপ্তাহেরও কম সময় আগে সাতটি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের ক্ষেত্রে এই নতুন নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
কোন দেশগুলো রয়েছে তালিকায়
রয়টার্সের খবরে বলা হয়েছে, ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর বেশিরভাগই আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার। বাংলাদেশের পাশাপাশি তালিকায় রয়েছে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, কিউবা, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, নেপাল, উগান্ডাসহ আরও কয়েকটি দেশ। দেশভেদে এই নীতির কার্যকর হওয়ার তারিখ ভিন্ন হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা যদি বি-১/বি-২ (ব্যবসা ও পর্যটন) ভিসার জন্য যোগ্য হন, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের সময় তাদের ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।
বাংলাদেশি মুদ্রায় এই বন্ডের সর্বোচ্চ পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসাবে)।
বাড়ছে ভিসা জটিলতা ও ব্যয়
এই নতুন নিয়মের ফলে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পর্যটন ও ব্যবসায়িক ভিসা আবেদনকারীদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা ‘সীমিত’ করল বাংলাদেশ
২৯৫টি অত্যাবশ্যক ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, নতুন তালিকা অনুমোদন
রুশ তেল কিনলেই ৫০০% শুল্ক: ভারতের জোট ছাড়ল যুক্তরাষ্ট্র