Wednesday, January 7th, 2026, 5:40 pm

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: বিএনপির প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

 

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচনি প্রচারণায় অনিয়মের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশটি গত সোমবার (৫ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত।

ডিসি অফিস থেকে আজ বুধবার (৭ জানুয়ারি) পাঠানো নোটিশে জানা যায়, নবীগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৪ জানুয়ারি তার বিরুদ্ধে পৃথক দুটি লিখিত অভিযোগ জমা পড়েছে।

প্রথম অভিযোগটি করেছেন নবীগঞ্জের ওসমানী রোডের বাসিন্দা জিতু মিয়া সেন্টু। অভিযোগে বলা হয়েছে, ২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ইমামবাড়ী বাজার এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন রেজা কিবরিয়া।

দ্বিতীয় অভিযোগটি করেছেন নবীগঞ্জ মধ্যবাজার এলাকার মসফিকুজ্জামান চৌধুরী নোমান। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে পাঞ্জারাই বাজার এলাকায় একইভাবে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী। উভয় অভিযোগের সঙ্গেই ঘটনার সত্যতা হিসেবে ছবি যুক্ত করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ পাঠানো হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে রেজা কিবরিয়াকে ১৪ জানুয়ারির মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/