পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উদ্যোগে “e-GP পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়া” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আজ সোমবার ঢাকার আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত হয়েছে। Extended Community Climate Change Project-Drought (ECCCP-Drought) প্রকল্পের আওতায় পিকেএসএফ এর সহযোগী সংস্থার কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী ৭ জানুয়ারি শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়াধীন আইএমইডি-এর বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে ‘e-GP’ পদ্ধতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে “পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫” এবং “e-GP পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়া” বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা আমাদের অন্যতম দায়িত্ব।”
বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ উক্ত প্রশিক্ষণে একটি সেশন পরিচালনা করেন।
সভাপতির বক্তব্যে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, পিকেএসএফ তার সহযোগী সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রশিক্ষণ ECCCP-Drought প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের ক্রয় কার্যক্রমের প্রতিটি ধাপে সর্বোচ্চ মান বজায় রাখতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশিক্ষনের প্রতিটি সেশন গুরুত্ব সহকারে অংশগ্রহনের জন্য তিনি সকল অংশগ্রহণকারীর প্রতি আহ্বান জানান।
প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ।
উল্লেখ্য, বিপিপিএ-এর কারিগরি সহযোগীতায় পিকেএসএফ-এর ECCCP-Drought প্রকল্পের আওতায় ১৮টি সহযোগী সংস্থার মোট ৫৪জন কর্মকর্তাকে ২টি ব্যাচে “e-GP পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়া” বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর Direct Access Entity (DAE) হিসেবে পিকেএসএফ ECCCP-Drought প্রকল্পটি বরেন্দ্র অঞ্চলের রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৪টি উপজেলায় ১৮টি বাস্তবায়নকারী সংস্থার (PO) মাধ্যমে বাস্তবায়ন করছে। চার বছর মোয়াদি (২০২৩-২০২৭) প্রকল্পটির মোট বাজেট প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে জিসিএফ-এর অনুদান ২৫ মিলিয়ন মার্কিন ডলার এবং পিকেএসএফ-এর সহ-অর্থায়ন (ঋণ) ৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো সমন্বিত পানি ব্যবস্থাপনার মাধ্যমে প্রান্তিক ও দরিদ্র কৃষকদের জলবায়ু পরিবর্তনজনিত খরার অভিঘাত মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করা। উক্ত প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে পুকুর ও খাল পুনঃখনন, ছাদ ও পুকুর ভিত্তিক Managed Aquifer Recharge (MAR) system স্থাপন, খরা-সহিষ্ণু ফল ও ফসলের চাষ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিকরণ।

আরও পড়ুন
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি