Wednesday, January 7th, 2026, 5:56 pm

ভোটের আগে ও পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ফাইল ফটো

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ ভোটকেন্দ্রে থাকবে ১৫–১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭–১৮ জন। মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রগুলোতে ১৬ জন, আর ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

দুর্গম ও বিশেষ এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে থাকবে ১৬–১৭ জন, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭–১৮ জন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, এবং রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এনএনবাংলা/