ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ বুধবার এই নির্দেশ দেন, যা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পর আসে।
দুদকের আবেদনে বলা হয়েছে, আতিকুল ইসলাম ও তাঁর পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারে অনিয়ম এবং মশার লার্ভা নিধনের ওষুধ ক্রয়ে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে। এছাড়া, দুদক তাদের অর্থ পাচার ও অন্যান্য দুর্নীতির বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, সাবেক মেয়র এবং তাঁর পরিবার দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাখছেন। অভিযোগ রয়েছে, তাঁরা বিদেশে পালিয়ে গিয়ে এই সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন।
দুদক বলেছে, ‘এ ধরনের পদক্ষেপ অনুসন্ধানকে ব্যাহত করতে পারে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা অপরিহার্য।’
এনএনবাংলা/

আরও পড়ুন
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি