Wednesday, January 7th, 2026, 7:41 pm

বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বোর্ডের অবস্থান স্পষ্ট ও অনড়। নিরাপত্তা ইস্যুতে খেলোয়াড়, সাংবাদিক, স্পন্সর ও দর্শকদের সুরক্ষা নিশ্চিত না হলে বিসিবি তাদের অধিকারের জন্য কঠোর অবস্থান নেবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বুলবুল জানান, “আমরা আইসিসিকে নিরাপত্তা এবং সুরক্ষার গুরুত্ব নিয়ে লিখেছি। খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের প্রথম দায়িত্ব। কিন্তু এর পাশাপাশি সাংবাদিক, স্পন্সর ও ক্রিকেটপ্রেমীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অপরিহার্য। যদি নিরাপত্তা ব্যবস্থা উন্নত না হয়, আমরা আমাদের অধিকারের জন্য লড়ব।”

তিনি আরও বলেন, “আমাদের আগে অনেক বিশ্বকাপ খেলতে হয়েছে, কিন্তু কখনো এমন নিরাপত্তার প্রশ্ন তুলিনি। উদাহরণস্বরূপ, মোস্তাফিজের মতো একজন খেলোয়াড়ের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সমস্যা দেখা দিলে তাকে খেলা থেকে বাদ দেওয়া হয়। সেখানে পুরো দেশের অসংখ্য দর্শক কিভাবে নিরাপদে খেলা দেখতে যাবে—এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।”

বুলবুল নিশ্চিত করেছেন, বর্তমান পরিস্থিতি দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলছে না। “আমরা জাতীয় দলকে পূর্ণ প্রস্তুতিতে রেখেছি। ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বর্তমান বিপিএল আয়োজনের মূল উদ্দেশ্যও হলো আমাদের দলকে টি-টোয়েন্টি ফরম্যাটে অভ্যস্ত করা। প্রস্তুতিতে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।”

শ্রীলঙ্কায় খেলার সম্ভাবনা নিয়ে ছড়ানো অপপ্রচারের বিষয়েও বুলবুল মন্তব্য করেছেন, “‘শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়’—এমন অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এবং তারা জানতে চেয়েছে আমাদের সুনির্দিষ্ট সমস্যাগুলো কী। আমরা এখন সেই বিষয়গুলো লিখিতভাবে জানাচ্ছি।”

বিসিবির এই কঠোর অবস্থান দেশের ক্রিকেটভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। বোর্ডের বক্তব্য থেকে স্পষ্ট, নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশ কখনো আপস করবে না।

এনএনবাংলা/