দর্শকপ্রিয় টিভি নাটকের জুটি জিয়াউল ফারুক অপূর্ব এবং আফসানা আরা বিন্দু বহুদিন পর আবার একসঙ্গে স্ক্রিনে পিরে আসছেন। তবে এবার নাটক নয়, তারা অভিনয় করবেন নতুন একটি ওয়েব সিরিজে।
শুটিং শুরু হতে যাওয়া সিরিজটির নাম ‘হেডলাইন’, যা পরিচালনা করবেন সালেহ সোবহান অনীম। চিত্রনাট্য লিখেছেন ‘তাকদীর’ ও ‘কারাগার’-এর খ্যাত সৈয়দ আহমেদ শাওকী।
সূত্র জানায়, এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি দেখা যাবে ইয়াশ রোহানকে। অপূর্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তিনি শুটিংয়ে অংশ নেবেন। সিরিজে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। গল্পের ধাঁচ হবে রাজনৈতিক থ্রিলার, যা দর্শকদের জন্য উত্তেজনা ও রোমাঞ্চের মিশ্রণ তৈরি করবে। অন্যদিকে, বিন্দু ইতোমধ্যে কাজের জন্য প্রস্তুত।
সালেহ সোবহান অনীম, যিনি ওটিটি ও সিনেমার একাধিক আলোচিত প্রোজেক্টে এডিটরের দায়িত্বে ছিলেন, এ প্রসঙ্গে বলেন, “চিত্রনাট্যের কাজ চলছে। আরও মাসখানেক সময় লাগবে। সিগন্যাল পেলে শুটিং শুরু করবো। তবে চূড়ান্ত কিছু এখনও ঠিক হয়নি।”
অপুর্ব-বিন্দুর এই নতুন জুটি শোবিজ মহলে নতুন রোমাঞ্চ ও আলোচনার জন্ম দিয়েছে। ওয়েব সিরিজটি হইচই-এর জন্য নির্মিত হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ