কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ’র সহধর্মিণী বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ।
দলীয় শীর্ষ নেতৃত্বের আহ্বান এবং সংগঠনের ঐক্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ জানান, গত রোববার ঢাকার গুলশানে বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে তিনি স্বাক্ষর করেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই সাক্ষাতে নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দলের চেয়ারপারসন ও নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে তিনি নোয়াখালী-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ বলেন, “দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আমি সবসময় দল ও নেতৃত্বের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়ে এসেছি। সেই নীতির ধারাবাহিকতা বজায় রেখেই আমি স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করছি।”
উল্লেখ্য, দলীয় মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে এর আগে তিনি নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার এই সিদ্ধান্তে আসনটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার