Wednesday, January 7th, 2026, 8:21 pm

ব্রাক্ষণপাড়ায় বিভিন্ন এতিমখানা অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0041,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 145.06972;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 26;

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

বুধবার ৭ জানুয়ারি ব্রাক্ষণপাড়া উপজেলা বিভিন্ন এতিমখানা ও অসহায় হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেছে প্রিয় কুমিল্লা।

সত্তরোর্ধ্ব কয়েকজন নারীসহ গতকাল বুধবার (৭ জানুয়ারি) আসাদনগর কারকন হাজীবাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ২শতাধীক জন শীতার্ত মানুষের হাতের কম্বল তুলে দেওয়া হয় প্রিয় কুমিল্লা পেইজের উদ্যোগে। প্রিয় কুমিল্লা প্রকাশক সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে মোঃ মতিউর রহমান পরিচালনায় প্রিয় কুমিল্লা প্রধান উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন দেওয়ান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন(সুশাসন জন্য নাগরিক) কমিটির মুরাদনগর উপজেলা শাখা সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া, কংশনগর সমাজসেবক মোঃ আমির খাঁন, আছাদনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, আছাদনগর সেনাবাহিনী অবঃ মোঃ খোরশেদ আলম, বিশেষ অতিথি, জিরুইন গ্রামের পুলিশ অবঃ মোঃ নুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এইবার যে শীত পড়ছে, ঘর থাইকা বাহিরে যাওয়া যায় না। শীতে খুবই কষ্ট হইতাছে। আপনারা যে কম্বল দিছেন,এইডা দিয়া শীতে আরাম অইবো। এমন কথাগুলো বলছিলেন আসাদনগর গ্রামের মো: আব্দুল আলিম, মো: কুদ্দুস মিয়া,মো: লতিফ, সাবি্ব আহমেদ।

হুইলচেয়ার করে কম্বল নিতে আসেন চন্ডীপুর গ্রামের মোঃ সাম মিয়া (৬৫), উওর শ্যামপুর গ্রামের  মো: নায়েব আলী,  চাঁদপাড়া গ্রামের মো: জুলেখা আক্তার,জগতপুর মুমিন মিয়া,কারকন হাজী বাড়ি জুলু আক্তার।