Wednesday, January 7th, 2026, 8:25 pm

কালকিনিতে দিনমজুরের দুটি বসতঘর পুড়িয়ে দিল আওয়ামী সমর্থকরা: প্রতিবাদে বিক্ষোভ!

Oplus_131072

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে চাঁদা না দেয়ায় এক দিনমজুরের দুটি বসতঘরে হামলা চালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে স্থানীয় আওয়ামী সমর্থকরা। পরে হামলাকারীরা ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে ভুক্তভোগীর স্বজনরা বিক্ষোভ সমাবেশ করেন। তবে অভিযুক্তরা এ ঘটনা অস্বীকার করেন। ভুক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, পৌর এলাকার ২নং ওয়ার্ডের পাতাবালী গ্রামের দিনমজুর শিফাত হাওলাদারের কাছে চাঁদা দাবি করে চর ঠেঙ্গামারা গ্রমের আকাশ, শাহিন ও আল আমিনসহ বেশ কয়েকজন আ.লীগের সমর্থক। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আলআমিনের নেতৃত্বে আকাশ, শাহিন, মুন্না, কালু, বোমা আশিফ, সাদ্দাম, ইউসুফ, জিয়াসহ বেশ কয়েকজন মিলে গত বৃহস্পতিবার রাতে শিফাত হাওলাদারের দুটি বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর চালায়। পরে হামলাকারীরা ঘর থেকে নগদ টাকা ও কয়েক বস্তা ধানসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় তারা দুটি বসতঘরেই অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। এতে করে দুটি ঘরের একটি পুড়ে ছাই হয়ে যায় এবং আরেকটি ঘরের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্ত মুলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। ভুক্তভোগী শিফাত হাওলাদার জানান, আমার কাছে আলআমিনসহ বেশ কয়েকজন মিলে চাদা দাবি করে। আমি দিতে না চাইলে বসতঘরে আগুন দিয়ে ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমি মামলা করতে চাইলে পুলিশ মামলা না নিয়ে সময় ক্ষেপন করে আসছে। পরে হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ভুক্তভোগী পরিবার ও স্বজনরা। আমরা হামলাকারীদের বিচার চাই। তবে ঘটনা অস্বীকার করে অভিযুক্ত আল আমিন জানান, আমি এলাকাতেই ছিলাম না। ঘর পুড়বো কিভাবে। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) পল্লব জানান, ব্যবস্থা নেয়া হবে।