ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (রাত সোয়া ৮টা) রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সুফিয়ান বেপারি মাসুদ (৫০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। গুলিতে তার পাঁজরে আঘাত লেগেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রতিবাদে রাতে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় মুছাব্বিরকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড (কারওয়ান বাজার এলাকা) বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিলন জানান, মুছাব্বিরের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়া এলাকায় নিজ বাড়িতে পরিবারসহ বসবাস করতেন।
তার ভাষ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যার পর মুছাব্বির শরীয়তপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ৪০ জন নেতাকর্মীকে নিয়ে স্টার কাবাবের দোতলায় বৈঠক করেন। বৈঠক শেষে রাত ৮টার দিকে সবাই চলে যান। কিছুক্ষণ পর মুছাব্বির, মাসুদ, নুরুল আলম ও তিনি স্টার কাবাবের সামনে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় একটি মাইক্রোবাস এসে থামে। সেখান থেকে লক্ষ্মীপুর বিএনপির এক নেতা নেমে মুছাব্বিরের সঙ্গে কথা বলেন এবং ওয়াসা ভবনে যাওয়ার কথা জানান। মুছাব্বির তখন ওই নেতার সঙ্গে মিলন ও নুরুল আলমকে ওয়াসা ভবনে যেতে বলেন।
মিলন জানান, আমরা যাওয়ার পাঁচ মিনিট পরই মাসুদ ফোন করে গুলিবিদ্ধ হওয়ার খবর দেন। এরপর তারা দ্রুত ঘটনাস্থলে এসে দুটি ভ্যানে করে আহতদের বিআরবি হাসপাতালে নিয়ে যান। পরে মাসুদকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী জোবায়ের হোসেন জাবেদ বলেন, “গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যাই। আশপাশের লোকজন বলছিল, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে।”
পুলিশ জানায়, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। হাসপাতালে ভর্তির পর সেখানে বিএনপির ৫০-৬০ জন নেতাকর্মীর উপস্থিতিতে বিআরবি হাসপাতালের সামনে সড়ক সম্পূর্ণ ব্লক হয়ে যায়। সোনারগাঁও ক্রসিংয়ের ইনকামিং সড়ক বন্ধ থাকায় এলাকায় তীব্র যানজট ও উত্তেজনা সৃষ্টি হয়।
পুলিশের একজন কর্মকর্তা জানান, “ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে। হত্যার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।”
এনএনবাংলা/

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান