Thursday, January 8th, 2026, 4:25 pm

উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে বুধবার  বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

উলিপুরে অবস্থিত ১টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুরের ধামশ্রেণি ইউনিয়নের কুড়ারপাড়ে অবস্থিত মেসার্স এমএনবি নামক ব্রিকসকে সতর্কতামূলক  পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এতে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মেজবাহ উদ্দিন আহমেদ। এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।