বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান সীমিত করেছে। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনগুলো থেকে পর্যটক ভিসা দেওয়া এখন সীমিত আকারে করা হচ্ছে। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশনের দপ্তর থেকে পর্যটক ভিসা প্রদান কার্যত বন্ধ হয়ে যায়।
গতকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে আজ বৃহস্পতিবার বিবিসি বাংলাকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বর্তমানে শুধু গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের দপ্তর থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদানের কার্যক্রম চালু রয়েছে।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলেও, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের একাধিক সূত্র পর্যটক ভিসা ‘সীমিত’ করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে পর্যটক ভিসা ছাড়া বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা দেওয়া আগের মতোই চালু থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এর পরপরই ভারত সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।
পরবর্তীতে ভিসা সেন্টারগুলো পুনরায় চালু হলেও ভারত জানিয়ে দেয়, মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের জন্য অন্যান্য ভিসা আপাতত ইস্যু করা হবে না। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশও এখন ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা প্রদান সীমিত করায় দুই দেশের সাধারণ মানুষের ভ্রমণ কার্যক্রমে প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএনবাংলা/

আরও পড়ুন
সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল