বাংলাদেশ জাতীয় দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের পেশাদারিত্বে মুগ্ধ রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার। তিনি মনে করেন, মুস্তাফিজের কারণে দলের জন্য কাজ করা সহজ এবং খেলোয়াড় হিসেবে তার অবদান অসাধারণ।
বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আর্থার বলেন, “ফিজ দারুণ পেশাদার একজন ক্রিকেটার। দলের জন্য সে অবিশ্বাস্য। আমরা জানি, বোলার হিসেবে সে কতটা ভালো। তার আরেকটি বড় দিক হলো, সে অত্যন্ত ভালো টিমম্যান এবং অসাধারণ বিনয়ী। তাকে সামলানো মোটেও কঠিন নয়। প্রতিদিন সে মাঠে নামেন নিজের সেরাটা দেওয়ার জন্য।”

আইপিএলে মুস্তাফিজের চুক্তি বাতিল হওয়া প্রসঙ্গে আর্থার মন্তব্য করেন, এটি হতাশাজনক হলেও মুস্তাফিজ পেশাদার হওয়ার কারণে বিষয়টি সহজভাবে মেনে নিয়েছেন। “কেকেআরে মুস্তাফিজ ভালো একটা চুক্তি পেয়েছিল। শেষ পর্যন্ত যা ঘটেছে তা হতাশার, তবে ফিজ বিষয়টি পেশাদারভাবে মোকাবিলা করেছে।”
মুস্তাফিজের সঙ্গে তার আলাপ প্রসঙ্গে আর্থার বলেন, “আমরা বিষয়টি নিয়ে কিছু কথা বলেছি। যদিও ভাষাগত পার্থক্যের কারণে পুরোটা বুঝতে পারিনি, তবে আমি যা জানতে চেয়েছি সে বুঝতে পেরেছে। তার কথার অর্থও আমি বুঝেছি। আমরা সেই আলোচনা শেষ করে সামনে এগিয়েছি।”
এনএনবাংলা/

আরও পড়ুন
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু
বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল