সাদিয়া জাহান প্রভা অভিনয়ে নিয়মিত না হলেও মাঝে মধ্যে পর্দায় দেখা যায়। তবে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি চোখে পড়ার মতো। ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানা বিষয়ে শেয়ার করেন নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি।
২০০৫ সালে মেরিল সাবানের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন প্রভা। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে দ্রুত দর্শকপ্রিয়তা অর্জন করেন। সিনেমায় অভিনয় করলেও বড়পর্দায় ছিলেন অনিয়মিত। বর্তমানে নির্বাচিত কিছু কাজেই যুক্ত রয়েছেন তিনি।
২০১০ সালের ১৯ আগস্ট নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিং শেষে অভিনেতা অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভা। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি এবং পরে বিবাহবিচ্ছেদ হয়। এর পর দীর্ঘ সময় পর্দার আড়ালেই ছিলেন অভিনেত্রী।
ফেসবুক লাইভে প্রভা ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আমি এখন একটা কাজ করছি। বুঝতে পারছি এটা হয়তো একটা কালচার—সৌজন্যতা হিসেবে শুভেচ্ছা জানানো হয়। তবে আমার মনে হয়, গুড উইশ সবসময়ই করা যায়।”
লাইভে ভক্তদের নানা মন্তব্য ও প্রশ্নের উত্তর দেন প্রভা। তিনি জানান, অপ্রাসঙ্গিক বা অশালীন মন্তব্য এড়িয়ে যাবেন এবং ভালো মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তবে কিছু দর্শক ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে ও ডিভোর্স নিয়ে প্রশ্ন করলে তিনি বিরক্তি প্রকাশ করেন।
প্রভা বলেন, “বিয়ে কবে হবে, কেন হচ্ছে না, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন—এগুলো ব্যাড ম্যানার। আমি রক্ত-মাংসের মানুষ। যেদিন আল্লাহ যেটা লিখে রাখবেন, সেদিন সেটাই হবে। এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। কাউকে এভাবে প্রশ্ন করা উচিত নয়।”
এনএনবাংলা/

আরও পড়ুন
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু
বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল