ইরানের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৩০। স্থানীয় সময় সকালে শহরের কয়েকটি সড়কে প্রায় ৩০০ জন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে সমবেত হন।
বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছালে উত্তেজনা বৃদ্ধি পায় এবং কিছু ব্যক্তি পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সংঘর্ষে নিহতদের মধ্যে কয়েকজন সাধারণ নাগরিকও থাকতে পারে।
ঘটনার সময় লর্ডেগান গভর্নরের দপ্তরসহ কয়েকটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেশব্যাপী বিক্ষোভ ইতোমধ্যেই ১২ দিন ধরে চলছে। এএফপির তথ্য অনুযায়ী, ইরানের ৩১ প্রদেশের মধ্যে ২৫টিতে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। ২০২২-২৩ সালে পুলিশ হেফাজতে মাশা আমিনির হত্যার পর দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়েছিল।
বর্তমান বিক্ষোভের মূল কারণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাত। পরিস্থিতি খামেনি প্রশাসনের জন্য নতুন চাপ তৈরি করেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র, দেশজুড়ে বিক্ষোভের মুখে ইন্টারনেট বন্ধ
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪