ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। রাজধানী তেহরানের একটি গুরুত্বপূর্ণ সড়কে বৃহস্পতিবার কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে ‘স্বৈরশাসকের পতন হোক’ স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইরানি সরকার।
রেজা পাহলভির ডাক, তেহরানে বড় সমাবেশ
১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ রাজবংশের উত্তরসূরি ও যুক্তরাষ্ট্রপ্রবাসী রেজা পাহলভির আহ্বানে বৃহস্পতিবারের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের আয়াতুল্লাহ কাশানি বুলেভার্ড মহাসড়কে জড়ো হন। এ সময় বিক্ষোভের সমর্থনে আশপাশের গাড়িচালকরা হর্ন বাজাতে থাকেন।
বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ইন্টারনেট বন্ধ
নিউইয়র্ক টাইমস বিভিন্ন পর্যবেক্ষণকারী সংস্থার বরাতে জানিয়েছে, দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ইরানি সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর হয়।
২৮ ডিসেম্বরের পর সবচেয়ে বড় জমায়েত
বার্তা সংস্থা এএফপি জানায়, গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর বৃহস্পতিবারের জমায়েত ছিল সবচেয়ে বড়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি যাচাই করে দেখা গেছে, তেহরানের পাশাপাশি আরও কয়েকটি শহরেও সরকারবিরোধী বড় ধরনের বিক্ষোভ হয়েছে।
তাবরিজ, মাশহাদ ও ইসফাহানে আন্দোলন
ইরানের বাইরে অবস্থানরত ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাবরিজ, মাশহাদ ও ঐতিহাসিক শহর ইসফাহানে বড় বিক্ষোভের চিত্র দেখা গেছে। কিছু ভিডিওতে তাবরিজ শহরে ‘পাহলভি দীর্ঘজীবী হোক’ স্লোগান দিতেও দেখা যায়, যদিও এসব ভিডিও এএফপি যাচাই করতে পারেনি।
দমন-পীড়নের অভিযোগ, প্রাণহানির খবর
স্থানীয় অধিকারকর্মীদের ভাষ্য, সরকার বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে এবং এতে কয়েকজন প্রাণ হারিয়েছেন। তবে দমন-পীড়ন সত্ত্বেও আন্দোলন থামার কোনো লক্ষণ নেই; বরং দিন দিন এর ব্যাপ্তি বাড়ছে।
ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
বার্তা সংস্থা আনাদোলু জানায়, বৃহস্পতিবার একটি পডকাস্ট অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান বিক্ষোভ নিয়ে কঠোর ভাষায় সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে আঘাত হানবে।’
তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালানো হলে ইরানকে ‘ভয়াবহ মূল্য’ দিতে হবে।
যুক্তরাষ্ট্রের সমর্থনের ঘোষণা
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইরানসহ বিশ্বজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
ক্যারিবীয় সাগরে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র
ট্রাম্পকে উল্টো হুঁশিয়ারি খামেনির, ইরানে বিক্ষোভে চরম উত্তেজনা