বিহারের ঐতিহ্যবাহী পর্যটন এলাকা রাজগীরে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন বাংলাদেশের ৪ জ্যেষ্ঠ সাংবাদিক।
ভারতের পাটনায় নালান্দা ওপেন ইউনিভার্সিটি ও সার্ক জার্নালিস্ট ফোরামের (SJF) যৌথ আমন্ত্রণে তারা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
গত ৬ ও ৭ জানুয়ারি নালান্দা ওপেন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘International Conference on International Mother Language & International Award-2026’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ— ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান থেকে প্রথিতযশা সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূলত বিশ্বের দরবারে মাতৃভাষার গুরুত্ব, মানবাধিকার রক্ষা, গণতন্ত্রের চর্চা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে।
বাংলাদেশ থেকে সম্মেলনে অংশ নেওয়া চার জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে আছেন— মো. আবদুর রহমান: সেক্রেটারি জেনারেল সেন্ট্রাল কমিটি, সার্ক জার্নালিস্ট ফোরাম এবং সিনিয়র করেসপন্ডেন্ট, দ্য বাংলাদেশ পোস্ট। মুস্তাক আহমেদ মোবারকী: সম্পাদক, দৈনিক বঙ্গবাণী এবং সাবেক পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। মোহাম্মদ মনিরুজ্জামান: সম্পাদক, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি। কাজী হাবিব উল্লাহ: চিফ রিপোর্টার, দ্য মর্নিং নিউজ।
এই আন্তর্জাতিক কনফারেন্সের বিশেষ সহযোগিতায় ছিল সার্ক জার্নালিস্ট ফোরাম বিহার চ্যাপ্টারের প্রেসিডেন্ট শশীভূষণ কুমারের নেতৃত্বাধীন ‘নিউজ মানবাধিকার মিডিয়া হাউজ’।
আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে এবং সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় নতুন দিকনির্দেশনা উঠে এসেছে।
এ ছাড়া, দক্ষিণ এশিয়ার শান্তি রক্ষায় সার্ক জোটের ভূমিকাও সম্মেলনে আলোচ্য বিষয় ছিল।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো