Friday, January 9th, 2026, 9:45 pm

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন এক ইতিহাসের জন্ম দিলেন রংপুর রাইডার্সের বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিনি দুবার হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন এই তরুণ পেসার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না মৃত্যুঞ্জয়ের। প্রথম দুই ওভারে কোনো উইকেট না পেয়ে তিনি দেন ৩৫ রান। তবে ইনিংসের শেষ ওভারে নাটকীয়ভাবে ম্যাচে ফেরেন রংপুরের এই বোলার।

রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ২০তম ওভারে মৃত্যুঞ্জয়ের ওপরই আস্থা রাখেন। শুরুতে সেই ওভারেও চাপে ছিলেন তিনি। প্রথম বলে ২ রান নেওয়ার পর দ্বিতীয় বলে ছক্কা হাঁকান নোয়াখালীর উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু এরপরই বদলে যায় দৃশ্যপট।

ওভারের তৃতীয় বলে অঙ্কনকে ক্যাচ করান সোহানের গ্লাভসে। পরের দুই বলে জহির খান ও বিলাল সামিকে ফিরিয়ে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। টানা তিন উইকেটে উচ্ছ্বাসে মাতে গ্যালারি ও সতীর্থরা।

হ্যাটট্রিকের দিনে মৃত্যুঞ্জয়ের বোলিং বিশ্লেষণ দাঁড়ায়— ২.৫ ওভার, ০ মেডেন, ৪৩ রান, ৩ উইকেট। খরুচে শুরু হলেও শেষ ওভারের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে আলাদা করে নজর কাড়লেন তিনি।

এনএনবাংলা/