ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টির ধারাবাহিকতায় ক্যারিবীয় সাগর থেকে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী কোনো ধরনের অঘটন ছাড়াই ‘ওলিনা’ নামের ট্যাঙ্কারটি আটক করতে সক্ষম হয়েছে।
যদিও এই আটকের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল পরিবহনের দায়ে ট্যাঙ্কারটি আগে থেকেই ওয়াশিংটনের নিষেধাজ্ঞার তালিকায় ছিল। ভেনেজুয়েলা সংকটের প্রেক্ষাপটে এটি যুক্তরাষ্ট্রের পঞ্চম তেলের ট্যাঙ্কার জব্দের ঘটনা।
এর দুই দিন আগেই, গত বুধবার উত্তর আটলান্টিক মহাসাগর থেকে আরও দুটি তেলবাহী জাহাজ আটক করা হয়। এর মধ্যে ‘মেরিনেরা’—যা ‘বেলা-১’ নামেও পরিচিত—রুশ পতাকাবাহী ট্যাঙ্কারটি আটকাতে মার্কিন কোস্টগার্ডকে প্রায় দুই সপ্তাহ ধরে অভিযান চালাতে হয়।
এ ঘটনায় মার্কিন বিচার বিভাগ ইতোমধ্যে জাহাজটির ক্রুদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কোস্টগার্ডের নির্দেশ অমান্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হতে পারে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে বন্দি হওয়ার পরও ওয়াশিংটন যে কঠোর অবরোধ নীতি থেকে সরে আসছে না, সাম্প্রতিক এই পদক্ষেপ তারই স্পষ্ট ইঙ্গিত।
এদিকে, যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। রুশ পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের যে স্বাধীনতা ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন (UNCLOS) নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করছে।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিক ট্যাঙ্কার জব্দের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াচ্ছে, অন্যদিকে রাশিয়ার জ্বালানি রপ্তানিতেও কড়া বার্তা দিচ্ছে—যা বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান