Friday, January 9th, 2026, 11:10 pm

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্রে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এই প্রেক্ষাপটে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতাদের সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে দলীয় গঠনতন্ত্র অনুসারে তিনি বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করলেন।

এনএনবাংলা/