Saturday, January 10th, 2026, 12:17 am

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল

 

নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে উত্তরাঞ্চলের ৯ জেলায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১১ জানুয়ারি থেকে চার দিনের জন্য উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সফরকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের কথা ছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, সাম্প্রতিক সময়ে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বিরকেও গুলি করে হত্যা করা হয়েছে।

এসব ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

মির্জা ফখরুল বলেন, এই ধরনের হত্যাকাণ্ড অব্যাহত থাকলে দেশে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনকে সব ধরনের কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আবারও আহ্বান জানায় বিএনপি।

এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ তুলে ধরে বলেন, তাঁর ইন্তেকালের পর অনুষ্ঠিত জানাজা ছিল স্মরণকালের বৃহত্তম। জানাজায় বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য দলের পক্ষ থেকে দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া উদ্যোগ ও সহযোগিতার জন্যও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব।

এনএনবাংলা/