রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের একটি গুরুত্বপূর্ণ ভালভ ফেটে যাওয়ার ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। শনিবার (আজ) এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মিরপুর রোডে গণভবনের সামনে ৪ ইঞ্চি ব্যাসের একটি প্রধান গ্যাস ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়। লিকেজটি মেরামতের জন্য জরুরি ভিত্তিতে বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে লাইনে গ্যাসের চাপ কমিয়ে দিতে হয়েছে।
এর প্রভাবে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
তিতাস কর্তৃপক্ষ আরও জানায়, ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হয়েছে। তবে মেরামতকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ঢাকা মহানগরীতে গত কয়েক দিন ধরেই গ্যাস সংকট চলমান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তিতাস জানিয়েছিল, আমিনবাজার এলাকায় তুরাগ নদের তলদেশে একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে প্রধান বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পাইপলাইনটি মেরামত করা হলেও ভেতরে পানি ঢুকে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এর মধ্যেই মিরপুর রোডে নতুন করে এই লিকেজ রাজধানীবাসীর ভোগান্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
তিতাস কর্তৃপক্ষ আশা করছে, আজকের মধ্যেই মেরামতকাজ শেষ করা গেলে রাতের দিকে গ্যাস সরবরাহে কিছুটা উন্নতি হতে পারে। তবে পুরোপুরি স্বাভাবিক সরবরাহ পেতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো