চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আবারও বড় পর্দায় ফিরছেন শরিফুল রাজ-এর সঙ্গে। মিমের ফেসবুক পেজে সাড়ে পাঁচ মিলিয়ন অনুসারীর সামনে সম্প্রতি একটি রহস্যময় ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা ছিল– “পরবর্তী প্রজেক্ট আসছে।”
ফ্যানরা সঙ্গে সঙ্গেই অনুমান করতে শুরু করেন সহ-অভিনেতা কে হতে পারে। অনেকেই মন্তব্যে “শরিফুল রাজ” আর “আরিফিন শুভ” উল্লেখ করেন। কেউ লিখেছেন, এই স্টাইল আর গেটআপে রাজ ছাড়া কেউ হতে পারে না। অন্যরা আবার নিশ্চিতভাবে আরিফিন শুভর নাম উল্লেখ করেন। তবে ছবিতে অভিনেতাকে শুধুমাত্র পেছনের দিক থেকে দেখানো হওয়ায় রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
মিম নিজে বলেন, “ধারণা করুন কে হতে পারে, আপাতত কিছু বলা বারণ। তবে এটি নতুন কাজের খবর। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।”
জানা গেছে, ছবিতে যিনি রয়েছেন, তিনি শরিফুল রাজ। অর্থাৎ, ‘পরাণ’ ও ‘দামাল’-এর দীর্ঘ বিরতির পর রাজ-মিম জুটি আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। এ জুটি নিয়ে রোমান্টিক গল্পের সিনেমা নির্মাণ করছেন পরিচালক আলভী আহমেদ।
তবে রাজ-মিম বা পরিচালক এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি। প্রযোজনা সংস্থার সূত্র বলছে, “দেশের পরিস্থিতি ও ভালো দিনক্ষণ বিবেচনায় নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”
উল্লেখ্য, রাজ-মিম জুটির প্রথম সিনেমা ‘পরাণ’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ঈদুল আজহায়। সিনেমাটি ব্যবসাসফল হয়ে সাড়া ফেলে। এরপর মুক্তি পেয়েছিল তাদের দ্বিতীয় সিনেমা ‘দামাল’, যা দর্শক ও ব্যবসা দুই দিকেই ভালো সাড়া পায়। প্রায় পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে।
এনএনবাংলা/

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা