ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ সরকার বিরোধী রূপ নিয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ২১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই তরুণ বিক্ষোভকারী।
তেহরানের এক চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন, রাজধানীর ছয়টি হাসপাতালে কমপক্ষে ২১৭ জন নিহতের রেকর্ড রাখা হয়েছে। নিহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতাল থেকে লাশ সরিয়ে নেওয়া হচ্ছে কর্তৃপক্ষের দ্বারা।
ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএর তথ্যমতে, ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর অন্তত ৬২ জন মারা গেছেন। এর মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।
পাশাপাশি, তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ৮ সদস্য নিহত হয়েছেন।
এদিকে, ইন্টারনেট ও টেলিযোগাযোগ দেশজুড়ে প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, যা তথ্যপ্রবাহ সীমিত করতে সরকারের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
যুক্তরাষ্ট্রের ‘বি১ ভিসা বন্ড’ শর্তাবলি পুনর্বিবেচনার আহ্বান খলিলুর রহমানের