রংপুর ব্যুরো:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিক চিকিৎসা কার্যক্রমের ধারাবাহিকতায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে লালমনিরহাট জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি। গতকাল রবিবার (১১ জানুয়ারি) থেকে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য-সদস্যা, তাদের পরিবারবর্গ এবং সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পে চক্ষু চিকিৎসা, চক্ষু ছানী (ক্যাটারেক্ট) অপারেশন, দন্ত চিকিৎসাসহ সাধারণ রোগের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিপুল সংখ্যক রোগী চিকিৎসা পরামর্শ গ্রহণের পাশাপাশি বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। বিশেষ করে চক্ষু সমস্যায় ভোগা রোগীদের জন্য আধুনিক ব্যবস্থাপনায় চক্ষু ছানী অপারেশনের বিশেষ ব্যবস্থা থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাপ্টীবাড়ী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক কামারুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন,“আনসার ও ভিডিপি বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ নয়; দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের দারগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি সমাজের বিত্তবান ও সমাজপতিদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সুদান চন্দ্র সেন এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বড় আশীর্বাদ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।মেডিকেল টিমের সদস্য ডা. মোহাম্মদ ইলিয়াস জানান, প্রথম দিনেই বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেছেন এবং সাধারণ মানুষের মধ্যে এ উদ্যোগকে ঘিরে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আনসার-ভিডিপি সদস্য, তাদের পরিবারবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংগঠনের মহাপরিচালক, রেঞ্জ উপমহাপরিচালক ও জেলা কমান্ড্যান্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।এ সময় লালমনিরহাট জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এছাড়াও আনসার-ভিডিপি সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা, ঔষধ ও পরীক্ষা-নিরীক্ষা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। ড্রিমার্স কনসাল্টেশন এন্ড রিসার্চ ১৩ জন চিকিৎসকের একটি টিম ও মেডিকেল এ্যাসিসটেন্ট, আনসার-ভিডিপি সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তিন দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সফলভাবে চলমান রয়েছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
কুড়িগ্রামে খাদ্য গুদামে দুদকের অভিযান