সূচি অনুযায়ী ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে সেই প্রস্তাব আবারও নাকচ করে দিয়েছে বিসিবি। বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বোর্ড।
মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন বৈঠকে আইসিসি বলেছে— যেহেতু টি-২০ বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত এবং সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাই বিসিবি যেন ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে।
তবে বিসিবি স্পষ্ট করেছে, তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কা বিবেচনায় নিয়ে ভারতে দল পাঠানো সম্ভব নয় বলে জানানো হয়।
বিসিবি আরও জানিয়েছে, যদিও দুই পক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
আইসিসির সঙ্গে অনুষ্ঠিত এই অনলাইন বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি শাখাওয়াত হোসেন, পরিচালক ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
এনএনবাংলা/

আরও পড়ুন
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির
বিদেশে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
১ কোটি লিটার সয়াবিন তেল ও ৪০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার