বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারিভাবে ‘গানম্যান’ প্রদান এবং তাঁর বাসভবনে সার্বক্ষণিক পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ওপর উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান রয়েছে। এই ঝুঁকি বিবেচনায় তাঁর ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান নিয়োগ এবং বাসভবনের সুরক্ষায় পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবর্ষণে নিহত হওয়ার ঘটনার পর রাজনৈতিক নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ ডিসেম্বর সরকার ঝুঁকিপূর্ণ প্রার্থীদের সরকারি নিরাপত্তা ও গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ২০ জন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও নির্বাচনী প্রার্থী সরকারি নিরাপত্তার জন্য আবেদন করেছেন। এরই ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁর জন্য এই নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থার আওতায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুণকে সরকারি গানম্যান প্রদান করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন