Wednesday, January 14th, 2026, 6:01 pm

‘ভাবিনি এত বড় হবে’, বিশ্বকাপ ট্রফি দেখে মুগ্ধ জামাল ভূঁইয়া

 

ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় এসেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি। ট্রফি ট্যুরের অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ট্রফি।

এটি চতুর্থবারের মতো বাংলাদেশে এলো ফিফা বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ উপলক্ষে ঢাকায় এসেছিল এই ঐতিহাসিক ট্রফি।

এবার ট্রফি নিয়ে ঢাকায় এসেছেন ফিফার প্রতিনিধি হিসেবে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ও কিংবদন্তি ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি ও ব্রাজিলিয়ান তারকাকে স্বাগত জানান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিশ্বকাপ ট্রফি হাতে পেয়ে আবেগ আপ্লুত জামাল ভূঁইয়া বলেন, “টিভিতে অনেকবার দেখেছি, কিন্তু সামনে থেকে দেখে বুঝলাম কতটা বড় ও ভারী। সত্যিই ভাবিনি এত বড় হবে।”

বিমানবন্দর থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। সেখানে কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

তবে আয়োজকদের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে—কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। প্রবেশের জন্য বৈধ টিকিটের পাশাপাশি যাচাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপ সঙ্গে রাখা বাধ্যতামূলক।

কোকা-কোলার উদ্যোগে পরিচালিত এই বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু হয় গত ৩ জানুয়ারি। ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হওয়া এই যাত্রা চলবে প্রায় ১৫০ দিন, যেখানে ট্রফিটি ভ্রমণ করবে বিশ্বের ৩০টি দেশে। ভারতের দিল্লি ও গুয়াহাটি পর্ব শেষ করেই ঢাকায় পৌঁছায় বিশ্বকাপ ট্রফি।

উল্লেখ্য, ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এই আসর। আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে ৪৮ দলের এই মহাযজ্ঞ।

এনএনবাংলা/