Wednesday, January 14th, 2026, 6:49 pm

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

 

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকায় স্থগিত রাখার জন্য হাইকোর্টের চেম্বার আদালত রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত পূর্বের আদেশ বহাল রেখে মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।

প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন, তাই তিনি আর ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবেন না।

মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন বলেন, “আমরা চেম্বার আদালতে স্টে ভ্যাকেটের আবেদন দিয়েছিলাম, তবে আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানো হয়নি। আদালত নির্দেশ দিয়েছেন বিষয়টি হাইকোর্টে নেওয়ার জন্য। আমাদের প্রার্থীকে এখনও নির্বাচনে বাধা নেই।”

এর আগে, গত ৮ জানুয়ারি চেম্বার আদালত ঋণখেলাপির তালিকা থেকে মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। পরে মুন্সী নিজেই আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

এনএনবাংলা/