Wednesday, January 14th, 2026, 7:13 pm

নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ফটো

 

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং হঠাৎ করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ (১৪ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন-অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে আমরা ভিসা বন্ধ করছি না। যাদের পারপাস সঠিক, তাদের আসতে দেওয়া হবে।”

তিনি আরও জানান, বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, “ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। মাত্র আলাপ-আলোচনা চলছে। আমাদের তিনটি শর্ত পূরণ না হলে আমরা সেখানে পাঠাবো না। প্রথমত, আমরা যুদ্ধ করতে যাব না; দ্বিতীয়ত, এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে; এবং শর্তগুলো পূরণ হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”

মিয়ানমার সীমান্তে চলমান সংঘাতের বিষয়ে তিনি জানান, “পররাষ্ট্র মন্ত্রণালয় এখানকার রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানিয়েছে। গ্রাউন্ডে কি হচ্ছে, তার সঠিক তথ্য এখনও হাতে নেই। বিষয়টি ড. খলিলুর রহমান দেখছেন, তিনি দেশে ফিরলে বিস্তারিত তথ্য জানাতে পারবেন।”

এনএনবাংলা/